অবশেষে দীঘা মোহনায় ইলিশের ঝাঁক
ইলশেগুঁড়ির হাত ধরে অবশেষে দেখা মিলল ইলিশের। দীঘা মোহনায় মত্সজীবীদের জালে ধরা পড়েছে ইলিশের ঝাঁক। গত কয়েকদিনে প্রচুর পরিমাণে ইলিশ ধরেছেন মত্স্যজীবীরা। তবে বড় ইলিশ এখনও অধরাই। মেরেকেটে পাঁচ থেকে সাতশো ওজনের ইলিশই আপাতত পাচ্ছেন মত্সজীবীরা।
Updated By: Jul 14, 2014, 11:25 PM IST
ইলশেগুঁড়ির হাত ধরে অবশেষে দেখা মিলল ইলিশের। দীঘা মোহনায় মত্সজীবীদের জালে ধরা পড়েছে ইলিশের ঝাঁক। গত কয়েকদিনে প্রচুর পরিমাণে ইলিশ ধরেছেন মত্স্যজীবীরা। তবে বড় ইলিশ এখনও অধরাই। মেরেকেটে পাঁচ থেকে সাতশো ওজনের ইলিশই আপাতত পাচ্ছেন মত্সজীবীরা।
দীঘা মোহনার পাইকারি বাজারে তিন থেকে চারশো টাকা কেজি দরে সেই মাছই বিকোচ্ছে। মত্স্যজীবীদের আশা, আবহাওয়া এমনই থাকলে আগামি কয়েকদিনে ভাল পরিমাণ ইলিশ ধরা পড়বে। কলকাতার বাজারে ইলিশ বিকোচ্ছে ১২০০ টাকা কেজিতে।