নিরাপত্তা প্রশ্নে রাজ্যের এজিকে হাইকোর্টে তলব

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ও প্রচারপর্বে বাহিনী মোতায়েন নিয়ে আদালতের নির্দেশ কতটা মানা হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করল কলকাতা হাইকোর্ট। আজ দুপুর দুটোয় এজিকে আদালতে উপস্থিত হয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।

Updated By: Jul 12, 2013, 02:18 PM IST

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ও প্রচারপর্বে বাহিনী মোতায়েন নিয়ে আদালতের নির্দেশ কতটা মানা হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করল কলকাতা হাইকোর্ট। আজ দুপুর দুটোয় এজিকে আদালতে উপস্থিত হয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট চূড়ান্ত হয়ে যাওয়ার পর, প্রাকভোট পর্বে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিনা বাধায় প্রচারের পরিস্থিতি নেই জানিয়ে তখন রাজ্য সরকারকেও ভর্ৎসনা করেছিল আদালত।
অভিযোগ, প্রচার ও মনোনয়ন পর্বে বাহিনী মোতায়েন নিয়ে কোনও সদুত্তর রাজ্য সরকার দেয়নি। তার প্রেক্ষিতেই আজ অ্যাডভোকেট জেনারেলকে তলব করেছে কলকাতা হাইকোর্ট।

.