আজ হচ্ছে না কামদুনি কাণ্ডের শুনানি

বারাসত আদালতের তিন নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টে  আজ কামদুনি মামলার শুনানি হচ্ছে না। এক আইনজীবী মারা যাওয়ায় আজ আদালতের কাজ বন্ধ রয়েছে। গত বুধবারই আদালতে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিআইডি। সঙ্গে পেশ করা হয় ফরেনসিক রিপোর্টের একাংশ। মঙ্গলবার রাজ্য ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট পায় সিআইডি। সাপ্লিমেন্টরি চার্জশিটে আরও তিন অভিযুক্ত নূরে আলি, আমিন আলি এবং রফিকের নাম যুক্ত করা হয়েছে।

Updated By: Jul 12, 2013, 12:29 PM IST

বারাসত আদালতের তিন নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টে  আজ কামদুনি মামলার শুনানি হচ্ছে না। এক আইনজীবী মারা যাওয়ায় আজ আদালতের কাজ বন্ধ রয়েছে। গত বুধবারই আদালতে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিআইডি। সঙ্গে পেশ করা হয় ফরেনসিক রিপোর্টের একাংশ। মঙ্গলবার রাজ্য ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট পায় সিআইডি। সাপ্লিমেন্টরি চার্জশিটে আরও তিন অভিযুক্ত নূরে আলি, আমিন আলি এবং রফিকের নাম যুক্ত করা হয়েছে।
এর আগে চার্জশিট নিয়ে শুনানি চলাকালীন সিআইডিকে ভর্ৎসনা করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। যে অসম্পূর্ণ চার্জশিট সিআইডি পেশ করেছে, তা আদৌ চার্জশিট কিনা সে প্রশ্নও তোলেন তিনি। আদালত অভিযুক্তপক্ষের জন্য অসিত নাথকে নিয়োগ করলেও, তিনি অভিযুক্তদের আইনজীবী হতে রাজি নন বলে জানিয়ে দেন। আজ বারাসত কোর্টের বাইরে বিক্ষোভ দেখান কামদুনির বাসিন্দারা। এরপর বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস ও গনতান্ত্রিক আইনজীবী সংগঠন।  

.