রোজই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মদ্যপ অবস্থায় স্কুলে আসেন প্রধান শিক্ষক। একদিন নয়, রোজের রুটিন এটাই। এই অভিযোগ ঘিরে উত্তাল খড়গপুর গ্রামীণ থানার তেঁতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়। অভিভাবকদের বিক্ষোভে আজ প্রায় ছ-ঘণ্টা স্কুলে তালাবন্দি ছিলেন প্রধান শিক্ষক। মুক্তি পান, মুচলেকা দিয়ে।নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় এত কান্নাকাটি। তবু পার পেলে ন না প্রধান শিক্ষক দুর্গাপদ কিসকু।
মদ্যপ অবস্থায় তিনি প্রতিদিন স্কুলে আসেন, অভিযোগ অভিভাবকদের। সোমবার তাঁকে ধরে, স্কুলেই একটি ঘরে তালাবন্ধ করে দেন তাঁরা। বিক্ষোভের জেরে লাটে ওঠে পড়াশোনা। গত চার বছর ধরে এই কাণ্ড চলছে বলে অভিযোগ অভিভাবকদের। আগেও পুলিস-প্রশাসনকে অভিযোগ জানানো হয়। বহুবার সতর্ক করা হয়েছে দুর্গাপদ কিসকুকে। কিন্তু কিছুই বদলায়নি বলে অভিযোগ। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, তিনি অবশ্য এর কিছুই মানতে নারাজ।
অভিভাবকদের বিক্ষোভে ছ-ঘণ্টা স্কুলেই তালাবন্দি ছিলেন দুর্গাপদ কিসকু। পরে পুলিসের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে মুক্তি পান। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে, মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন পুলিস-প্রশাসনের কর্তারা।