হলদিয়ায় সরকারের উদ্যোগে চালু হল হেলিকপ্টার পরিষেবা

হলদিয়া শিল্পাঞ্চলের সঙ্গে আরও দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য এবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হল হেলিকপ্টার পরিষেবা। পবন হংস গ্রুপ অফ কোম্পানীর সহায়তায় আজ থেকে চালু হল কপ্টার পরিষেবা। দু জন পাইলট ও সাতজন যাত্রীকে নিয়ে বেহালা ফ্লাইং ক্লাব থেকে সকাল সাড়ে দশটা নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় কপ্টারটি। বেলা এগারোটা নাগাদ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে পৌছয় কপ্টারটি।

Updated By: Mar 11, 2014, 07:11 PM IST

হলদিয়া শিল্পাঞ্চলের সঙ্গে আরও দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য এবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হল হেলিকপ্টার পরিষেবা। পবন হংস গ্রুপ অফ কোম্পানীর সহায়তায় আজ থেকে চালু হল কপ্টার পরিষেবা। দু জন পাইলট ও সাতজন যাত্রীকে নিয়ে বেহালা ফ্লাইং ক্লাব থেকে সকাল সাড়ে দশটা নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় কপ্টারটি। বেলা এগারোটা নাগাদ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে পৌছয় কপ্টারটি।

দিন পনেরো আগেই এই কপ্টার পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। আপাতত মাসে দুদিন করে চলবে হেলিকপ্টার। স্বল্প সময়ের এই কপ্টার ভ্রমণে যেতে যাত্রীদের দিতে হবে দেড় হাজার টাকা।

.