হলদিয়ার পর বারাবনি, ডিওয়াইএফআই-এর দলীয় কর্মসূচীতে হামলা তৃণমূলের

প্রথমে হলদিয়া পরে আসানসোল, বাম যুব সংগঠনের সভায় হামলার ঘটনা ঘটল। দু'ক্ষেত্রেই অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফের দলীয় কর্মসূচীতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উভয় জায়গাতেই  ভাঙা হল সভামঞ্চ। আজ হলদিয়ায় জনসভা করার কথা ছিল ডিওয়াইএফআইয়ের।

Updated By: Jan 13, 2013, 09:38 AM IST

প্রথমে হলদিয়া পরে আসানসোল, বাম যুব সংগঠনের সভায় হামলার ঘটনা ঘটল। দু'ক্ষেত্রেই অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফের দলীয় কর্মসূচীতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উভয় জায়গাতেই সভার আগে ভাঙা হল সভামঞ্চ। আজ হলদিয়ায় জনসভা করার কথা ছিল ডিওয়াইএফআইয়ের। কিন্তু তার আগেই গতকাল রাতে সভামঞ্চ ভাঙচুরের পাশাপাশি ভেঙে দেওয়া হয় সভার মাইকও। অন্যদিকে আজ বারাবনির বুড়াডাঙায় ডিওয়াইএফআই এর এক নম্বর লোকাল কমিটির অষ্টম সম্মেলন চলছিল। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রায় পনেরোজন কর্মী লাঠি, হকির স্টিক নিয়ে ডিওয়াইএফআই কর্মীদের ওপর হামলা চালায়। 
বারাবনিতে হামলাকারীরা পাঁচ রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। ডিওয়াইএফআই কর্মীদের বাঁচাতে এগিয়ে আসেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিস ঘটনাস্থলে অনেক দেরিতে পৌঁছেছিল।
আগামী পনেরোই জানুয়ারি হলদিয়ায় শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের শিল্প সম্মেলন। তবে বেঙ্গল লিডসের আগে যথেষ্ট উদ্বিগ্ন শিল্পমহল। সেই উদ্বেগের কথা এবার প্রকাশ্যেই বলতে শুরু করছেন তাঁরা। শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে রাজ্য জুড়ে অশান্তির আগুন জ্বলছে। রাজ্যের বেহাল সড়ক নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, বিহার থেকে বাংলায় ঢুকলে প্রাণ হাতে চলে আসে। রাজ্যপাল বলছেন গুণ্ডারাজ চলছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি বিনিয়োগ টানার ভাবমূর্তি রয়েছে বাংলার।

.