ইভিটিজিংয়ের প্রতিবাদ, হামলার শিকার প্রতিবাদী

ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় ফের হামলার ঘটনা ঘটল বারাসতে। মারধরে গুরুতর আহত এক যুবককে ভর্তি করাতে হল হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Jan 12, 2013, 08:45 PM IST

ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় ফের হামলার ঘটনা ঘটল বারাসতে। মারধরে গুরুতর আহত এক যুবককে ভর্তি করাতে হল হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
আজ দুপুরে এ ঘটনা ঘটেছে বারাসত থানার বামুনগাছি এলাকায়। ওই এলাকার একটি বেসরকারি সংস্থার মহিলাকর্মীদের অভিযোগ, কাজে যাওয়ার পথে প্রায়ই তাঁদের উত্যক্ত করত এলাকার কয়েকজন যুবক। আজ সংস্থার এক মহিলাকর্মীকে লক্ষ্য করে কটূক্তি করে এক যুবক। এরপরেই তিনি  সহকর্মীদের ডেকে এনে প্রতিবাদ জানান। তখনই ওই কর্মীদের ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবক এবং তার সঙ্গীরা।
মারধরে গুরুতর আহত হন কারখানার এক কর্মী। তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আহত হন অভিযোগকারীণীও। প্রাথমিক চিকিত্‍সার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

.