মুখ্যমন্ত্রীর কাছে এটিএ গড়ার দাবি
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জিটিএতে তরাই এবং ডুয়ার্সের মৌজার অন্তর্ভূক্তির বিরোধিতা করল আদিবাসী বিকাশ পরিষদ।
Updated By: Oct 12, 2011, 02:16 PM IST
জিটিএতে তরাই-ডুয়ার্সের কোনও মৌজার অন্তর্ভুক্তি মানা হবে না। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কথা পরিষ্কার জানিয়ে দিলেন আদিবাসী বিকাশ পরিষদের নেতারা। উল্টে তাঁরা জিটিএ-র ধাঁচে এটিএ গড়ারও দাবি তুলেছেন। তবে এটিএ প্রসঙ্গ কার্যত এড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমতলের জন্যও একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কথা বলেন। আজ মুখ্যমন্ত্রীকে বারো দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় পরিষদ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাভা, টোটো জনজাতির প্রতিনিধিরাও। মেচ, মুন্ডা এবং ওরাও-সহ তরাই ও ডুয়ার্সের একাধিক জনজাতিও মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দেয়।
Tags: