তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরে ছাই তোলার কাজ বন্ধ কোলাঘাটে
শ্রমিক বিক্ষোভের জেরে কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্র থেকে ছাই সরানোর কাজ বন্ধ হয়ে গেল।
শ্রমিক বিক্ষোভের জেরে কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্র থেকে ছাই সরানোর কাজ বন্ধ হয়ে গেল। তাপবিদ্যুত্ কেন্দ্রের ছটি ছাইগাদার মধ্যে বর্তমানে দুটি চালু ছিল। দুটি ছাইদাগা থেকেই ছাই সরানোর কাজ বন্ধ হয়ে গিয়েছে। আইএনটিটিইউসির শ্রমিকদের অভিযোগ, তৃণমূলেরই কয়েকজন নেতা ব্যক্তিস্বার্থ মেটাতে ছাই তোলার কাজে অবৈধ ভাবে ডাম্পার ও লরি ব্যবহারে মদত দিচ্ছেন। ফলে শ্রমিকের রোজগার মার খাচ্ছে। প্রায় ৬০০ শ্রমিকের কাজ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। কোলাঘাট তাপবিদ্যুত কেন্দ্রে জমা থাকা বিপুল পরিমাণ ছাই সরানোর জন্য শ্রমিকদের কাজে লাগানো হয়। ক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, একশো তিনটি ডাম্পার ব্যবহারের কথা থাকলেও, তৃণমূলের শ্রমিক ইউনিয়ন অবৈধ ভাবে দুশোটি ডাম্পার ব্যবহারে মদত জোগাচ্ছে। তার প্রতিবাদে কাজ বন্ধ রেখেছেন তাঁরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে।