চেয়ারম্যান পদে পছন্দের লোক বসাতে এবার গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ বিধি পরিবর্তন করছে রাজ্য সরকার

চেয়ারম্যান পদে পছন্দের লোক বসাতে এবার গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ বিধি পরিবর্তন করছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত IAS পদমর্যাদার বদলে অবসরপ্রাপ্ত WBCS বসানোর সিদ্ধান্ত প্রায় পাকা। মুখ্যমন্ত্রীর পছন্দের অফিসারকে বসাতেই বিধি পরিবর্তনের সিদ্ধান্ত। সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভার বৈঠকে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্য। সিদ্ধান্ত হয়, বোর্ডের চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত কোনও IAS অফিসার। যিনি পদমর্যাদায় হবেন কোনও দফতরের প্রাক্তন প্রধান সচিব অথবা অতিরিক্ত মুখ্যসচিব

Updated By: Nov 25, 2015, 07:47 PM IST
চেয়ারম্যান পদে পছন্দের লোক বসাতে এবার গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ বিধি পরিবর্তন করছে রাজ্য সরকার

 ওয়েব ডেস্ক: চেয়ারম্যান পদে পছন্দের লোক বসাতে এবার গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ বিধি পরিবর্তন করছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত IAS পদমর্যাদার বদলে অবসরপ্রাপ্ত WBCS বসানোর সিদ্ধান্ত প্রায় পাকা। মুখ্যমন্ত্রীর পছন্দের অফিসারকে বসাতেই বিধি পরিবর্তনের সিদ্ধান্ত। সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভার বৈঠকে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্য। সিদ্ধান্ত হয়, বোর্ডের চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত কোনও IAS অফিসার। যিনি পদমর্যাদায় হবেন কোনও দফতরের প্রাক্তন প্রধান সচিব অথবা অতিরিক্ত মুখ্যসচিব
সেই পদে অবসরপ্রাপ্ত IAS অমরেন্দ্রকুমার সিংয়ের কথা ভাবা হয়। কিন্তু পরবর্তীকালে রাজ্য নির্বাচন কমিশনার পদ থেকে সুশান্তরঞ্জন উপাধ্যায় পদত্যাগ করায় ওই পদে তাঁকে নিয়োগ করে রাজ্য। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, বোর্ডের চেয়ারম্যান করা হবে অবসরপ্রাপ্ত WBCS অফিসার অশোক রায়কে। অশোক রায় অবসরের পর বর্তমানে স্বরাষ্ট্র কর্মিবর্গ দফতরের বিশেষ সচিব।মুখ্যমন্ত্রীর পছন্দের হওয়ায় এই অফিসারকে চেয়ারম্যান পদে আনা হচ্ছে। আর সে জন্যই বিধি পরিবর্তন।
নতুন নিয়মে  বোর্ডের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত IAS অথবা WBCS অফিসারকে নিয়োগ করা যাবে। সূত্রের খবর, ১৮ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বোর্ডের নিয়োগ বিধি পরিবর্তন করা হবে
বিরোধীদের বক্তব্য, এর জেরে কমতে পারে পদের গুরুত্ব। তাঁদের প্রশ্ন, নিয়োগে প্রভাব খাটাতেই কি পছন্দের অফিসার নিয়োগ? নির্বাচন কমিশনার পদে পছন্দের  সুশান্তরঞ্জন উপাধ্যায়কে বসিয়ে বিতর্কে জড়িয়েছিল রাজ্য সরকার। গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রেও একই পথে হাঁটছে রাজ্য।

 

.