বহরমপুরের পর এবার নন্দীগ্রামেও অধীরকে সভা করার অনুমতি দিল না প্রশাসন
বহরমপুরের পর এবার নন্দীগ্রামেও । অধীর চৌধুরীকে সভা করার অনুমতি দিল না প্রশাসন। আইনশৃঙ্খলার অবনতির অজুহাতে আঠাশ তারিখের সভা নাকচ করল এসডিপিও।
ওয়েব ডেস্ক: বহরমপুরের পর এবার নন্দীগ্রামেও । অধীর চৌধুরীকে সভা করার অনুমতি দিল না প্রশাসন। আইনশৃঙ্খলার অবনতির অজুহাতে আঠাশ তারিখের সভা নাকচ করল এসডিপিও।
বামেদের জাঠাকে বারবারই পড়তে হচ্ছে ক্ষোভের মুখে। আক্রমণের হাত থেকে বাদ যাচ্ছেন না বিরোধী দলনেতাও। তৃণমূলের বিরুদ্ধে মিছিল করার অপরাধে কান ধরে ওঠবোস করতে হচ্ছে প্রাক্তন বিধায়ককে। এবার বিরোধী দলকে সভা করারই অনুমতি দিল না প্রশাসন। আঠাশে নভেম্বর নন্দীগ্রামে স্কুলমাঠে সভা করার জন্য প্রশাসনকে চিঠি দেয় কংগ্রেস। তা বাতিল হয়ে যায়। এরপর কংগ্রেসের এক কর্মীর জমিতে সভার জন্য পুলিসকে চিঠি দেওয়া হয়। তারও অনুমতি মিলল না। এসডিপিও জানিয়ে দিয়েছে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, তাই সভা করা যাবে না। প্রশাসনের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।
মঙ্গলবারই এই নন্দীগ্রাম খেজুরিতে সভা করেন শুভেন্দু-শিশিররা। সেক্ষেত্রে অনুমতি মিললেও কংগ্রেসের ক্ষেত্রে কেন নয়?