দার্জিলিং থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রার ডাক দিলেন বিমল গুরুং
গোর্খাল্যান্ডের দাবিতে এবার দার্জিলিং থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রার ডাক দিলেন বিমল গুরুং। ষোলোশো কিলোমিটারের ওই পদযাত্রার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।
Updated By: Nov 13, 2015, 07:20 PM IST
ওয়েব ডেস্ক: গোর্খাল্যান্ডের দাবিতে এবার দার্জিলিং থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রার ডাক দিলেন বিমল গুরুং। ষোলোশো কিলোমিটারের ওই পদযাত্রার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।
গোর্খাল্যান্ডের দাবি নিয়ে গত কদিন ধরেই পাহাড়ে মিছিল ও আন্দোলনে সক্রিয় মোর্চা।
এবার দেওয়ালি উত্সব পালন থেকেও বিরত থেকেছে মোর্চা। গোর্খাল্যান্ডের দাবি পূরণ হলে তবেই তাঁরা দেওয়ালি পালন করবেন বলে ঘোষণা করেছেন বিমল গুরুং।