চন্দ্রকোণায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ

চন্দ্রকোণায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। রামগঞ্জ এলাকায় একটি ডোবা থেকে উদ্ধার সোমনাথ কবিরাজ নামে ওই ব্যবসায়ীর দেহ। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা লাঠিও উদ্ধার হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান পিটিয়ে খুন করে ওই ব্যবসায়ীদের ডোবায় ফেলে দেয় দুষ্কৃতীরা। চন্দ্রকোণা থানার পুলিস তদন্ত শুরু করেছে।

Updated By: Feb 10, 2017, 11:00 AM IST
চন্দ্রকোণায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ

ওয়েব ডেস্ক: চন্দ্রকোণায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। রামগঞ্জ এলাকায় একটি ডোবা থেকে উদ্ধার সোমনাথ কবিরাজ নামে ওই ব্যবসায়ীর দেহ। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা লাঠিও উদ্ধার হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান পিটিয়ে খুন করে ওই ব্যবসায়ীদের ডোবায় ফেলে দেয় দুষ্কৃতীরা। চন্দ্রকোণা থানার পুলিস তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

জানা গেছে অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোমনাথবাবু। গয়না লুঠ করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা তাঁকে মারধর করে। টাকা সহ মানি ব্যাগ উদ্ধার হলেও, ব্যবসায়ীর সঙ্গে থাকা সোনা পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন অফিস টাইমে মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে বিকল হয়ে গেল দমদমগামী এসি রেক

.