ঝাড়গ্রামে বৃদ্ধাকে গলা কেটে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে

রাজ্যে ফের ডাইনি সন্দেহে খুন। ঝাড়গ্রামে বৃদ্ধাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁর নাতির বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর বৃদ্ধার কাটা মুণ্ডু নিয়ে গ্রামের মধ্যেই ঘুরে বেড়াল বছর বাইশের ওই যুবক।

Updated By: Feb 10, 2017, 10:38 AM IST
ঝাড়গ্রামে বৃদ্ধাকে গলা কেটে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: রাজ্যে ফের ডাইনি সন্দেহে খুন। ঝাড়গ্রামে বৃদ্ধাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁর নাতির বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর বৃদ্ধার কাটা মুণ্ডু নিয়ে গ্রামের মধ্যেই ঘুরে বেড়াল বছর বাইশের ওই যুবক।

বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিল রাধাকান্ত বেরা নামে ওই যুবক। বাইরে চিকিত্সার জন্যও যায় সে। কিন্তু কিছুতেই সে সুস্থ হচ্ছিল না। শেষে এলাকারই এক ওঝার দ্বারস্থ হয় রাধাকান্ত। ওঝা তাকে জানিয়ে দেয়, ঠাকুমার জন্যই তার অসুস্থতা। এরপর থেকেই ঠাকুমা চৈতি বেরার ওপর ওই যুবক অত্যাচার চালাত বলে অভিযোগ।

আরও পড়ুন অফিস টাইমে মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে বিকল হয়ে গেল দমদমগামী এসি রেক

অভিযোগ, গত সন্ধ্যায় ঠাকুমার গলা কেটে খুন করে সে। কাটা মাথা নিয়ে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিস। পুলিস আসতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে যুবক। শেষ রক্ষা হয়নি। রাধাকান্ত বেরাকে গ্রেফতার করেছে পুলিস।

আরও দেখুন দেশের ১০টি দুর্দান্ত অফিস বিল্ডিং

.