ভূতের আতঙ্কে স্কুল চলাকালীন অসুস্থ ছাত্রীরা

ভূত এবং ছেলে ধরার আতঙ্কে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ল ১৬ জন ছাত্রী। জলপাইগুড়ির মালবাজারের নাগরাকাটার চ্যাংমারি গার্লস স্কুলের ঘটনা। লম্বায় কম সে কম দশ-বারো ফুট। গায়ে কালো পোশাক। দেখা মিলছে অন্ধকার নামতেই। কাছে গেলেই ভ্যানিশ। গত কয়েকদিন এমনই আতঙ্ক ছড়িয়েছে  মালবাজারের চা বাগানগুলোয়। এরই সঙ্গে যোগ হয়েছে ছেলেধরার আতঙ্ক।

Updated By: Jun 30, 2015, 11:35 PM IST

ওয়েব ডেস্ক: ভূত এবং ছেলে ধরার আতঙ্কে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ল ১৬ জন ছাত্রী। জলপাইগুড়ির মালবাজারের নাগরাকাটার চ্যাংমারি গার্লস স্কুলের ঘটনা। লম্বায় কম সে কম দশ-বারো ফুট। গায়ে কালো পোশাক। দেখা মিলছে অন্ধকার নামতেই। কাছে গেলেই ভ্যানিশ। গত কয়েকদিন এমনই আতঙ্ক ছড়িয়েছে  মালবাজারের চা বাগানগুলোয়। এরই সঙ্গে যোগ হয়েছে ছেলেধরার আতঙ্ক।

আতঙ্ক কাটাতে ওই এলাকায় প্রশাসনের তরফে বৈঠকও করা হয়।  নাগরাকাটায় অ্যাওয়ারনেস ক্যাম্প করেন SSG জওয়ানেরা। এরপরও এদিন স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে জেলা প্রশাসন। অসুস্থ ষোলো জন ছাত্রীকে স্থানীয় শুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্‍সার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

.