আসানসোলের গ্যাস লিকের ঘটনায় গ্রেফতার কারখানার মালিক
আসানসোলে গ্যাস লিক দুর্ঘটনায় কারখানা মালিক নৌসাদ আলি গ্রেফতার হলেন। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখায় বিজেপি।
Updated By: Aug 27, 2014, 05:32 PM IST
আসানসোল: আসানসোলে গ্যাস লিক দুর্ঘটনায় কারখানা মালিক নৌসাদ আলি গ্রেফতার হলেন। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখায় বিজেপি।
এই ঘটনায় অসুস্থ প্রায় ৫০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। মৃত্যু হয়েছে ২ জনের। লিক হওয়া গ্যাসের বিষক্রিয়ায় কারখানার গাছগুলিও ঝলসে গিয়েছে। ঘটনাস্থল থেকে রিপোর্ট চব্বিশ ঘণ্টার প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়ের।
মঙ্গলবার রাতে আসানসোলের একটি পরিত্যক্ত গুদামে গ্যাস লিকের ঘটনা ঘটে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছে পুলিস।