আগমনীর সুরে গ্রামবাংলা, গাজন উৎসবে বিদায় ১৪২১

লোক সংস্কৃতির আবহে নতুন বছরকে আমন্ত্রণ। গাজনে মাতল গ্রামবাংলা।

Updated By: Apr 14, 2015, 03:52 PM IST
আগমনীর সুরে গ্রামবাংলা, গাজন উৎসবে বিদায় ১৪২১

ওয়েব ডেস্ক:লোক সংস্কৃতির আবহে নতুন বছরকে আমন্ত্রণ। গাজনে মাতল গ্রামবাংলা।

চৈত্রের শেষ ৪ দিন শিবের গাজন। রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে এই ধর্মীয় লোকাচারে মাতোয়ারা মানুষ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, রায়দিঘি, ঢোলা, কুলপি, রামকৃষ্ণপুর, নিশ্চিন্দপুর, কাকদ্বীপ, নামখানা ও মন্দিরবাজারের জমজমাট মেলার আসর। মন্দিরে মন্দিরে শিবপুজো। বিভিন্ন দেবদেবীর সাজে সেজে সন্ন্যাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সন্ন্যাসী সমাগম এবং লোকসংস্কৃতির মেলবন্ধনে সরগরম গাজন উত্‍সব।

রাজ্যের অন্যত্রও একই ছবি। গাজন ও চড়ক মেলা দেখার জন্য সকাল থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন। নদিয়ার কৃষ নগরের শক্তিনগর এলাকা, হুগলির আরামবাগের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও গাজন উপলক্ষ্যে বসেছে মেলার আসর। নদিয়ার একাধিক এলাকাতেও চলছে গাজন উত্‍সব।

.