বৃষ্টিকে খুঁজতে ব্যাঙের বিয়ে বাঁকুড়ায়

তাপমাত্রা চল্লিশের নিচে নামছে না। শুকিয়ে যাচ্ছে খাল-বিল-পুকুরের জল। চাযের জমিও ফুটিফাটা। দেখা নেই বৃষ্টির। দহন জ্বালা জুড়োতে ঘটা করে ব্যাঙের বিয়ে দিলেন বাঁকুড়ার কেশিয়াকোল এলাকার বাসিন্দারা।

Updated By: Jun 11, 2015, 10:49 PM IST
বৃষ্টিকে খুঁজতে ব্যাঙের বিয়ে বাঁকুড়ায়

ব্যুরো: তাপমাত্রা চল্লিশের নিচে নামছে না। শুকিয়ে যাচ্ছে খাল-বিল-পুকুরের জল। চাযের জমিও ফুটিফাটা। দেখা নেই বৃষ্টির। দহন জ্বালা জুড়োতে ঘটা করে ব্যাঙের বিয়ে দিলেন বাঁকুড়ার কেশিয়াকোল এলাকার বাসিন্দারা।

কারণ যাই হোক, বিকেল নামতেই কিন্তু জেলার বিভিন্ন এলাকায় শুরু হল ঝড়বৃষ্টি।একেই বোধহয় বলে ওঠ ছুঁড়ি তোর বিয়ে। সকাল সকাল উঠে দিব্যি পোকামাকড়ের সন্ধান করছিল দুজন। আচমকাই ধরে বেঁধে সোজা ছাদনাতলায়। তারপর সিঁদুরের টিপ পড়িয়ে, মালাবদল করে, মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুভ পরিণয়।

পালাতে চাইলেও উপায় নেই। পিছনেই বসে পাহারাদার।

বিয়েপর্ব মিটতেই শুরু মিষ্টিমুখ।

রসুইঘরে তখন চলছে রান্নার আয়োজন। পদের লিস্ট নেহাত কম নয়। ভাত, সব্জি, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি।

বিয়ে উপলক্ষ্যে আসর বসেছিল কীর্তনের।

নবদম্পতির অবশ্য সেসবে মন ছিল না। ভেসে ভেসে নিরুদ্দেশে পাড়ি দিল দুজনায়। মধুচন্দ্রিমায়....

 

.