নতুন করে জল ছাড়ল ডিভিসি, বন্যা পরিস্থিতি বর্ধমান, হুগলির বেশ কিছু অংশে
ডিভিসি নতুন করে জল ছাড়ায় বর্ধমান, হুগলির বেশ কিছু অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাল পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ৮০ হাজার কিউসেক জল। ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে। তবে আজ সকালে জল ছাড়ার পরিমান কমিয়ে ১ লক্ষ ৫ হাজার কিউসেক করা হয়েছে।
ডিভিসি নতুন করে জল ছাড়ায় বর্ধমান, হুগলির বেশ কিছু অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাল পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ৮০ হাজার কিউসেক জল। ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে। তবে আজ সকালে জল ছাড়ার পরিমান কমিয়ে ১ লক্ষ ৫ হাজার কিউসেক করা হয়েছে।
ডিভিসির জল ছাড়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে হুগলির খানাকুল, আরামবাগের নতী তীরবর্তী এলকায়। ইতিমধ্যেই আরামবাগের সালেপুর থেকে দুশো পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধবন এলাকায় সিলাইবাসকি নদীর জল ঢুকছে।
এদিকে ঝাড়খণ্ডে রাতের দিকে বৃষ্টি কম হওয়ায় ঝাড়খণ্ড লাগোয় জেলা গুলিতে প্লাবনের আশঙ্কা কমলেও গতকাল রাতে গালুডির ছাড়া জলে দাঁতনের কুড়িটি গ্রাম প্লাবিত হয়েছে। জলবেড়েছে দ্বারকেশ্বর, কংসাবতী, ভৈরোবাঁকি, শিলাবতী, শালি বাঁকুড়ার পাঁচটি নদীতেই।
ঝাড়খণ্ডের জলে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল, নয়াগ্রাম, গোপীবল্লভপুরের কিছু অংশ প্লাবিত। অন্যদিকে, দক্ষিণ বিহার ও ঝাড়খণ্ডে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।