অটোয় গুলিবিদ্ধ এক যাত্রী

অটোর এক যাত্রীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার গাজনা এলাকায়। গোবরডাঙ্গা থেকে অটোয় করে বাড়ি ফিরছিলেন গাইঘাটা থানার পাঁচপোতার বাসিন্দা তুষার অধিকারী। গাদনার কাছে তিনজন দুষ্কৃতী তুষার অধিকারীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

Updated By: Aug 13, 2014, 12:44 PM IST

গাইঘাটা: অটোর এক যাত্রীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার গাজনা এলাকায়। গোবরডাঙ্গা থেকে অটোয় করে বাড়ি ফিরছিলেন গাইঘাটা থানার পাঁচপোতার বাসিন্দা তুষার অধিকারী। গাদনার কাছে তিনজন দুষ্কৃতী তুষার অধিকারীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

তাঁর হাতে ও পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তুষার অধিকারীকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করারই মাশুল তুষার অধিকারীকে দিতে হয়েছে বলে দাবি পরিবারের।

 

.