তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে আগুন

ফের প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে আগুন লাগিয়ে দেওয়া হল একশো বিঘা জমির ধানে। মঙ্গলবার ভোররাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন থানার ডিংগাপুরে ঘটনাটি ঘটেছে।

Updated By: Dec 6, 2011, 09:44 PM IST

ফের প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে আগুন লাগিয়ে দেওয়া হল একশো বিঘা জমির ধানে। মঙ্গলবার ভোররাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন থানার ডিংগাপুরে ঘটনাটি ঘটেছে। চন্দ্রকোণা টাউন থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।মঙ্গলবার ভোরে উঠে সুনীলকুমার ঘোষ দেখলেন তাঁর ধানের পালুইগুলি জ্বলছে। একই অবস্থা আরও চার চাষির ধানের পালুইগুলির। পাঁচ চাষির মোট একশো বিঘা জমির ধান কেটে রাখা ছিল। ভোররাতে কেউ বা কারা পালুইগুলিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে দেয়। দমকলের একটি ইঞ্জিন সাতঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুজয় পাত্রের গোষ্ঠীর লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় দুই তৃণমূল কংগ্রেস নেতা গৌতম ভট্টাচার্য ও সুজয় পাত্রের গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই কাটা ধানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিধানসভা নির্বাচনের পর থেকেই দুই গোষ্ঠীতে গণ্ডগোল  চলছে। দিনকতক আগে গৌতম ভট্টাচার্য গোষ্ঠীর তৈরি করা একটি দলীয় অফিসে সুজয় পাত্র গোষ্ঠীর লোকেরা ভাঙচুর চালায়  বলে অভিযোগ। তারপর মঙ্গলবার ফের গৌতম ভট্টাচার্য গোষ্ঠীর অনুগামী পাঁচ চাষির কাটা ধানে  আগুন দেওয়ার ঘটনা ঘটল। চন্দ্রকোণা  টাউন থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

.