ঘুমের মধ্যে ৫ মাসের শিশুকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

পাঁচ মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার আবদুলপুরে এই ঘটনা ঘটেছে। পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে অভিযোগ শিশুর মায়ের। অভিযুক্ত হাসানুজ্জামান গতকাল রাতে স্ত্রী সুখিয়া বিবিকে নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অভিযোগ, বাড়ি ফেরার পর মদ্যপ অবস্থায় তিনি স্ত্রীকে বেধড়ক মারধর করেন।

Updated By: Mar 14, 2014, 11:46 PM IST

পাঁচ মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার আবদুলপুরে এই ঘটনা ঘটেছে। পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে অভিযোগ শিশুর মায়ের। অভিযুক্ত হাসানুজ্জামান গতকাল রাতে স্ত্রী সুখিয়া বিবিকে নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অভিযোগ, বাড়ি ফেরার পর মদ্যপ অবস্থায় তিনি স্ত্রীকে বেধড়ক মারধর করেন।

পরে ভোররাতে বাচ্চাকে খাওয়াতে গিয়ে সুখিয়ে বিবি দেখতে পান, শিশুটি মৃত। তাঁর অভিযোগ, রাতে ঘুমের ঘোরে হাসানুজ্জামানই মেয়েকে খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসানুজ্জামান। জিজ্ঞাসাবাদের জন্য পুলিস বাবা-মা দুজনকেই আটক করেছে।

.