মরসুমেও ধানের দাম পাচ্ছেন না, দেনার বোঝা নিয়েই দিন কাটছে চাষিদের
Updated By: Dec 3, 2014, 11:14 AM IST
মরসুম রয়েছে। তবুও ধানের উপযুক্ত দাম পাচ্ছেন না কৃষকরা। তাঁদের অভিযোগ, বোরো বা আমন ধানের চাষ করতে যে পরিমাণ খরচ হচ্ছে সেই তুলনায় দাম পাচ্ছেন না তাঁরা। এমনকী, চাষের প্রয়োজনীয় অর্থের জন্য ব্যাঙ্ক বা সমবায় সমিতি থেকে নেওয়া ঋণও শোধ দিতে পারছেন না তাঁরা।
ধানের বাজার দর পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ধানের উপযুক্ত দাম পাওয়ার জন্য ফোড়েদেরই দায়ী করছেন অনেকে। সরকার নির্ধারিত মোটা ধান চারশো টাকা এবং সরু ধান এগারোশো টাকার থেকে অনেক কম দামে ধান কিনতে চাইছে ফোড়েরা। আর এর জেরেই ক্ষতির পরিমান বাড়ছে বলে অভিযোগ কৃষকদের।