ফের ভাঙল ফরাক্কা ব্যারেজের লক গেট

ফের ভাঙল ফরাক্কা ব্যারেজের লক গেট। গতকাল রাতে জলের তোড়ে ভেসে গিয়েছে ৪৯ নম্বর লকগেটটি।  তারপর থেকেই তত্পর হয়েছেন ব্যারেজের আধিকারিকরা। ফরাক্কা ব্যারেজ দফায় দফায় পরিদর্শন করেছেন আধিকারিকরা। যোগাযোগ করেছেন জলম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গেও। কিন্তু, সম্ভবত মেরামতি করা যাবে না। বদলাতে হবে লকগেটটি। এই পরিস্থিতিতে হু-হু করে জল চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এরকম চলতে থাকলে জলস্তর কমে যাবে ভাগীরথীতে। ব্যাহত হতে পারে NTPC-র বিদ্যুত উত্পাদনও।

Updated By: Mar 16, 2015, 11:27 PM IST
ফের ভাঙল ফরাক্কা ব্যারেজের লক গেট

ওয়েব ডেস্ক: ফের ভাঙল ফরাক্কা ব্যারেজের লক গেট। গতকাল রাতে জলের তোড়ে ভেসে গিয়েছে ৪৯ নম্বর লকগেটটি।  তারপর থেকেই তত্পর হয়েছেন ব্যারেজের আধিকারিকরা। ফরাক্কা ব্যারেজ দফায় দফায় পরিদর্শন করেছেন আধিকারিকরা। যোগাযোগ করেছেন জলম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গেও। কিন্তু, সম্ভবত মেরামতি করা যাবে না। বদলাতে হবে লকগেটটি। এই পরিস্থিতিতে হু-হু করে জল চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এরকম চলতে থাকলে জলস্তর কমে যাবে ভাগীরথীতে। ব্যাহত হতে পারে NTPC-র বিদ্যুত উত্পাদনও।

.