ভোটের 'কোচিং' ক্লাসে জোড়া ফুলে ভোট দেওয়ার সহজপাঠ
ভোটের দিন খেজুরিতে পাড়ার মোড়ে মোড়ে তৃণমূলের কোচিং ক্লাস। গুরুমশাইয়ের হাতে নকল ইভিএম। শেখানো হচ্ছে জোড়া ফুলে ভোট দেওয়ার সহজপাঠ। গ্রামের ভেতর সন্ত্রাস আর আতঙ্কের থমথমে আবহ।
Updated By: May 5, 2016, 10:06 PM IST
ওয়েব ডেস্ক: ভোটের দিন খেজুরিতে পাড়ার মোড়ে মোড়ে তৃণমূলের কোচিং ক্লাস। গুরুমশাইয়ের হাতে নকল ইভিএম। শেখানো হচ্ছে জোড়া ফুলে ভোট দেওয়ার সহজপাঠ। গ্রামের ভেতর সন্ত্রাস আর আতঙ্কের থমথমে আবহ।
খেজুরির সাতসিমলি গ্রাম। মোড়ে মোড়ে চলছে তৃণমূল প্রার্থী রণজিত্ দার অস্থায়ী কোচিং ক্লাস। গুরুমশাইয়ের হাতে নকল ইভিএম। ভোটারদের এক্কেবারে হাতে কলমে গুরুমশাই বুঝিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে। কোন দলকে ভোট দিতে হবে।কোন বোতাম টিপতে হবে।
ভোটের কোচিং সেরে এবার বুথমুখো ভোটাররা। হাতে কলমে গণতন্ত্রের পরীক্ষা। কিন্তু কোথায় কী? খেজুরির অধিকাংশ বুথেই বিরোধী এজেন্টের দেখা মেলেনি।