মমতা ব্যানার্জির ভিডিও শেয়ার করে জেল হল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের

Updated By: Mar 1, 2017, 12:17 PM IST
মমতা ব্যানার্জির ভিডিও শেয়ার করে জেল হল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের

ওয়েব ডেস্ক: বীরভূম। লাভপুর। তৃণমূল। এরপরের নামটা অনুব্রত মণ্ডল ওরফে 'কেষ্টা'। এতদিন ধরে খবরের শিরোনামে হাজার হাজার বার এই শব্দগুলোই ফিরে এসছে আর নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে একাধিপতি হিসেবেই। তবে এবার বোলপুর থেকে শিরোনাম হয়ে খবরে উঠে এলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাপ্পাদিত্য সাহা। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ১৪ দিনের হাজতবাস হল বাপ্পাদিত্য সাহার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মমতা ব্যানার্জিকে জড়িয়ে কুরুচিকর ভিডিও পোস্ট করেছেন তিনি। আর এই অভিযোগ করেছেন লাভপুরেরই তৃণমূল ব্লক প্রেসিডেন্ট। বীরভূমের 'অল ইন অল'  'কেষ্টা'র (অনুব্রত মণ্ডল, বীরভূম, তৃণমূল সভাপতি) কথাতেই নাকি অভিযোগ দায়ের করেছেন লাভপুরের তৃণমূল ব্লক প্রেসিডেন্ট। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিস প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানকে আটক করে। পুলিস বাপ্পাদিত্য সাহার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের করেছে।

ধৃত তৃণমূল নেতার দাবি, 'তিনি মদ্যপ অবস্থায় ওই ভিডিওটি শেয়ার করেছেন মাত্র, নিজে তা পোস্ট করেননি'।

.