শেষরক্ষা হল না, বাঁচানো গেল না হাতি-মাকে

শেষরক্ষা হল না। অসুস্থ মাকে ছেড়ে যায়নি সন্তান। পাহারা দিয়ে রেখেছিল তাকে। শেষ পর্যন্ত অবশ্য ছেলেকে সরিয়ে মায়ের চিকিত্‍সা শুরু হয়। তবে বাঁচানো যায়নি হাতি-মাকে। সোমবার ভোরে মৃত্যু হয় বাঁকুড়ার বডজোড়ার খাঁড়ারি গ্রামের অসুস্থ মা-হাতির।

Updated By: Feb 18, 2014, 10:59 PM IST

শেষরক্ষা হল না। অসুস্থ মাকে ছেড়ে যায়নি সন্তান। পাহারা দিয়ে রেখেছিল তাকে। শেষ পর্যন্ত অবশ্য ছেলেকে সরিয়ে মায়ের চিকিত্‍সা শুরু হয়। তবে বাঁচানো যায়নি হাতি-মাকে। সোমবার ভোরে মৃত্যু হয় বাঁকুড়ার বডজোড়ার খাঁড়ারি গ্রামের অসুস্থ মা-হাতির।

বড়জোড়ার খাঁড়ারি গ্রামে রবিবার রাত থেকে টানা অসুস্থ মাকে পাহারা দিয়ে রেখেছিল এই বাচ্চা হাতি। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার ভোর রাতে মৃত্যু হয় অসুস্থ মা হাতির। সোমবার বাচ্চাকে মায়ের কাছথেকে সরাতে গিয়ে বিপত্তি বাধিয়ে ফেলেন হুলা পার্টির সদস্যরা। এর জেরে ক্ষিপ্ত হয়ে গ্রামে হামলা চালায় বাচ্চা হাতি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীদের অভিযোগ, হাতিদের ওপর নজরদারির ব্যাপারে উদাসীন প্রশাসন। এবং রাজনৈতিক মদতে উদাসীনতা বেড়েই চলেছে। তবে চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ মানেত নারাজ বন দফতর।

হাতির দেহ নিয়ে যাওয়া হয় বড়জোড়ায় বন দফতরের অফিসে। সেখানেই দেহের ময়না তদন্ত হবে। বন দফতরের প্রাথমিক অনুমান, পেটের রোগের কারণেই মৃত্যু হয়েছেমা হাতির।

.