দুদিনের চেষ্টার পরও মা কে বাঁচাতে পারল না সন্তান

বাঁকুড়ার বড়জোড়ায় টানা দুদিন পাহারা দিয়েও মা হাতিকে বাঁচাতে পারল না তার সন্তান। আজ ভোররাতে মৃত্যু হয় অসুস্থ মা হাতির। রবিবার রাতে বড়জোড়ার খাঁড়ারি গ্রামে অসুস্থ মা হাতিকে ফেলে চলে যায় দলের অন্যরা। তবে রাতভর মাকে পাহারা দেয় মা-হাতির সন্তান। চিকিত্‍সার জন্য তাকে আলাদা করার চেষ্টা হলে গতকাল গ্রামে হামলা চালায় বাচ্চা হাতি।

Updated By: Feb 18, 2014, 07:31 PM IST

বাঁকুড়ার বড়জোড়ায় টানা দুদিন পাহারা দিয়েও মা হাতিকে বাঁচাতে পারল না তার সন্তান। আজ ভোররাতে মৃত্যু হয় অসুস্থ মা হাতির। রবিবার রাতে বড়জোড়ার খাঁড়ারি গ্রামে অসুস্থ মা হাতিকে ফেলে চলে যায় দলের অন্যরা। তবে রাতভর মাকে পাহারা দেয় মা-হাতির সন্তান। চিকিত্‍সার জন্য তাকে আলাদা করার চেষ্টা হলে গতকাল গ্রামে হামলা চালায় বাচ্চা হাতি।

সারাক্ষণ মাকে আগলে রেখেছিল সে। শেষ পর্যন্ত সন্তানকে সরিয়ে দিয়ে সোমবারই মা হাতির চিকিত্‍সা শুরু করে বন দফতর। তাতেও অবশ্য বাঁচানো যায়নি মা হাতিকে। বড়জোড়া বন দফতরে মৃত হাতির দেহের ময়নাতদন্ত করা হবে। চিকিত্‍সা শুরুতে দেরি হওয়ায় বন দফতরের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খাঁড়ারি গ্রামের বাসিন্দারা। তবে বন দফতরের বক্তব্য, বাইরে থেকে পশু চিকিত্‍সককে আনতে হওয়ার কারণে চিকিত্‍সা শুরু করতে কিছুটা দেরি হয়েছে।

.