দলমা হাতির তাণ্ডবে তছনছ রাজপুর

বাঁকুড়ার রাজপুরে বিঘার পর বিঘা জমির ফসল তছনছ করে দিচ্ছে দলমা থেকে আসা হাতির দল। সূর্য ডুবতে না ডুবতেই জঙ্গল ছেড়ে ফসলের খেতে হানা দিচ্ছে দলমার দামালরা। এর জেরে রীতিমতো ক্ষতির মুখে এলাকার কৃষকেরা। তাঁদের অভিযোগ, বন দফতরকে বার বার জানিয়েও লাভ হয়নি।

Updated By: Jan 11, 2013, 11:18 AM IST

বাঁকুড়ার রাজপুরে বিঘার পর বিঘা জমির ফসল তছনছ করে দিচ্ছে দলমা থেকে আসা হাতির দল। সূর্য ডুবতে না ডুবতেই জঙ্গল ছেড়ে ফসলের খেতে হানা দিচ্ছে দলমার দামালরা। এর জেরে রীতিমতো ক্ষতির মুখে এলাকার কৃষকেরা। তাঁদের অভিযোগ, বন দফতরকে বার বার জানিয়েও লাভ হয়নি। সকালে চাষের জমিতে গেলে চোখে পড়ছে উজাড় করা আলু খেত। এখানে-ওখানে পড়ে আধ খাওয়া কুমড়ো। তছনছ সর্ষে খেত। 
বাঁকুড়ার রাজাপুর এলাকায় এখন এটাই প্রতিদিনকার ছবি। নভেম্বরের শেষ সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে দলমার হাতির দল আশ্রয় নিয়েছে বাঁকুড়ার রাজাপুর লাগোয়া জঙ্গলে। প্রতিদিনই জঙ্গল পেরিয়ে তারা হানা দিচ্ছে চাষের জমিতে। ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের। হাতি খেদানোর জন্য স্থানীয় বন দফতরে বারবার আবেদন জানিয়েছেন চাষিরা। কিন্তু কাজের কাজ  হয়নি। বাধ্য হয়ে সাময়ের আগেই আলু, কুমড়ো মাঠ থেকে তুলে নিচ্ছেন তারা। তবে এতে হাতির দলকে এ়ডানো গেলেও মিলছে না ফসলের দাম। রীতিমতো ক্ষতির মুখে কৃষকেরা।

.