কালিয়াচকে ব্যাপক বোমাবাজি, আহত তৃণমূল প্রার্থীর ভাই

ভোটের আগেই উত্তপ্ত মালদার কালিয়চক। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সমর্থকদের সংঘর্ষে বোমাবাজি ,গুলি।  গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজিনা বিবির আত্মীয় জারিনা বিবি। আহত হয়েছেন আরও চার জন। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও বাঙ্গীটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Jul 21, 2013, 12:11 PM IST

ভোটের আগেই উত্তপ্ত মালদার কালিয়চক। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সমর্থকদের সংঘর্ষে বোমাবাজি ,গুলি।  গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজিনা বিবির আত্মীয় জারিনা বিবি। আহত হয়েছেন আরও চার জন। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও বাঙ্গীটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস সংঘর্ষে  উত্তেজনা ছড়িয়েছে মালদার ইংরেজবাজারেও। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আটজন।
আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে. সন্ত্রাস তৈরির জন্যই বাম কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে জেলা সিপিআইএম নেতৃত্ব। পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল।

.