ঘাম ঝড়া গড়মে প্রচার চলছে ভোর ভোর

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গরমই এখন মূল প্রতিপক্ষ সব দলের প্রার্ধীদের সামনে। বেলা বাড়তেই গনগনে রোদ। ঝাঁ ঝাঁ গরম। সঙ্গে তপ্ত হাওয়ার দাপট। রাস্তা ঘাটে দেখা নেই ভোটারদের। অতএব সকাল সকালই নেমে পড়তে হচ্ছে প্রচারে। তবে বেলা একটু গড়ালেই সেই হা-ক্লান্ত দশা। তখন জলস্পর্শেই খুঁজতে হচ্ছে স্বস্তি।

Updated By: Apr 1, 2014, 08:49 PM IST

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গরমই এখন মূল প্রতিপক্ষ সব দলের প্রার্ধীদের সামনে। বেলা বাড়তেই গনগনে রোদ। ঝাঁ ঝাঁ গরম। সঙ্গে তপ্ত হাওয়ার দাপট। রাস্তা ঘাটে দেখা নেই ভোটারদের। অতএব সকাল সকালই নেমে পড়তে হচ্ছে প্রচারে। তবে বেলা একটু গড়ালেই সেই হা-ক্লান্ত দশা। তখন জলস্পর্শেই খুঁজতে হচ্ছে স্বস্তি।

ঘড়ির কাঁটা দশটা পেরোচ্ছে না। প্রবল রোদ আর গরমে রাস্তাঘাট ফাঁকা। বেহাল দশা পথচলতি মানুষেরও।

কিন্তু ভোটারদের তো পেতে হবে। অতএব সব দলের প্রার্থীরাই প্রচারে বেরিয়ে পড়ছেন সকাল সকাল। কিন্তু বেলা একটু বাড়তেই থাবা বসাচ্ছে গরম। অতএব জলস্পর্শে খুঁজতে হচ্ছে স্বস্তি।

তীব্র দহন থেকে বাঁচতে সকাল সকাল প্রচারে বেরোচ্ছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রমথেশ মুখার্জি। কখনও মোটর বাইকে চেপে আবার কখনও পায়ে হেঁটে প্রচার। একটু ক্লান্তি এলেই ডাবের জলে গলা ভিজিয়ে নেওয়া।

মঙ্গলবার সকালে বর্ধমানের আউশগ্রামে প্রচার সারলেন বোলপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তপন সাহা। হাটে-মাঠে-বাটে চলছে জোরদার প্রচার। তবে গরম কাবু করে ফেলছে তাঁকেও।

গরম চলছে। চলছে ভোট প্রচারও। এখনও সামনে রুদ্র বৈশাখ। এনার্জি তো বাঁচিয়েই রাখতে হবে। তাই কৌশল হল সকাল আর সন্ধেয় প্রচার। দুপুরটা ? বিশ্রাম কিংবা কর্মিসভা। এভাবেই গরমকে হারাতে একজোট সব দল।

.