অনুব্রতকে কড়া দাওয়াই দেওয়ার তোড়জোড়

বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে পারে প্রশাসন। মাসখানেক আগেই মঙ্গলকোটের এক জনসভায় নাম না করে সিপিআইএমের বিরুদ্ধে তোপ দাগেন অনুব্রত মণ্ডল। সিপিআইএমকে গেছো ইঁদুরের সঙ্গে তুলনা করে বিষ খাইয়ে মেরে ফেলার কথা বলেন তিনি।

Updated By: Apr 1, 2014, 07:37 PM IST

বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে পারে প্রশাসন। মাসখানেক আগেই মঙ্গলকোটের এক জনসভায় নাম না করে সিপিআইএমের বিরুদ্ধে তোপ দাগেন অনুব্রত মণ্ডল। সিপিআইএমকে গেছো ইঁদুরের সঙ্গে তুলনা করে বিষ খাইয়ে মেরে ফেলার কথা বলেন তিনি।

বিতর্কিত এই মন্তব্য ঘিরে অভিযোগ দায়ের হয় কমিশনে। যে সভায় অনুব্রত মণ্ডল ওই হুমকি দেন, কন্ঠস্বর যাচাইয়ের জন্য মঙ্গলকোটের সেই সভার ভাষণের ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে পুনের একটি ল্যাবরেটরিতে। একথা জানিয়েছেন বর্ধমানের পুলিস সুপার এসএমএইচ মির্জা।

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ১০৭ ধারা অর্থাত্‍ গণ্ডগোল পাকানোর চেষ্টার মামলা রুজু করেছে পুলিস। পরীক্ষায় কন্ঠস্বর চিহ্নিত হলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে ৫০৬ ধারায় অর্থাত্‍ গালিগালাজ ও ভীতি প্রদর্শনের মামলাও রুজু হতে পারে তৃণমূল নেতার বিরুদ্ধে।

.