জেলায় জেলায় ভোটপ্রচার তুঙ্গে

ভোটপ্রচার তুঙ্গে জেলায় জেলায়। খড়গপুরে গোলবাজার এলাকার শ্রীরাম মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন খড়গপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পরে কর্মী- সমর্থকদের নিয়ে মিছিল করে খড়গপুর মহকুমা অফিসে যান তিনি।

Updated By: Mar 18, 2016, 08:12 PM IST
জেলায় জেলায় ভোটপ্রচার তুঙ্গে

ওয়েব ডেস্ক: ভোটপ্রচার তুঙ্গে জেলায় জেলায়। খড়গপুরে গোলবাজার এলাকার শ্রীরাম মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন খড়গপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পরে কর্মী- সমর্থকদের নিয়ে মিছিল করে খড়গপুর মহকুমা অফিসে যান তিনি।

প্রচার জমজমাট বর্ধমানেও। বর্ধমান দক্ষিণ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায় আজ  প্রচার সারেন ছনম্বর ওয়ার্ডের কালনা গেট এলাকায়। আজ মনোনয়নপত্র জমা দেন সবং বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা। সকালে মেদিনীপুর শহরে বটতলা কালীমন্দিরে প্রথমে পুজো দেন তিনি। তারপর খড়গপুর SDO অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। পুরভোট এবং তারপর মহকুমা পরিষদের ভোটে জয়ী হওয়ার পর, বিধানসভা ভোটেও জয় ছিনিয়ে নিতে মরিয়া বামেরা। সেই টার্গেট সামনে রেখেই প্রচার অভিযানে ব্যস্ত বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।

.