শিলিগুড়িতে বামদের জয়জয়কার-পুরভোটের পর ত্রিস্তরীয় পঞ্চায়েতেও লাল দাপট, মহকুমা পরিষদ বামেদের--LIVE

Updated By: Oct 7, 2015, 06:11 PM IST
 শিলিগুড়িতে বামদের জয়জয়কার-পুরভোটের পর ত্রিস্তরীয় পঞ্চায়েতেও লাল দাপট, মহকুমা পরিষদ বামেদের--LIVE

শিলিগুড়ি মহকুমা পরিষদ

মোট আসন-৯। বামফ্রন্ট-৬। তৃণমূল-৩

শিলিগুড়ি পঞ্চায়েত সমিতি
মোট আসন-৪। বামফ্রন্ট-২, ত্রিশঙ্কু-২

শিলিগুড়ি গ্রাম পঞ্চায়েত
মোট আসন-২২, বামফ্রন্ট-১০, তৃণমূল-৪, ত্রিশঙ্কু-৮

শিলিগুড়িতে বামফ্রন্টের জয়জয়কার। ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব কটাতেই লাল দাপট। তৃণমূলের শত চেষ্টার পরেও অশোক মডেলকে পরাস্ত করা গেল না। পুরসভা মানে শহরের মন জেতার পর গ্রামেও লাল ঝান্ডা নিজেদের ঘাঁটি গাড়ল শিলিগুড়িতে। সকালে গণনার শুরু থেকেই এগিয়ে ছিল বামেরা। গ্রাম পঞ্চায়েতের ফলাফল আসার পরই বোঝা গিয়েছিল শেষ হাসিটা হয়তো অশোক ভট্টাচার্য-র মুখেই দেখা যাবে। গ্রাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত সমিতিতেও বড় জয় আসে। মহকুমা পরিষদে বড় জয়ের ব্যবধান আরও বাড়ে। সামনেই বিধানসভা ভোটে শিলিগুড়ি নিয়ে তৃণমূলের চিন্তা আরও বাড়ল। চিন্তা বাড়ল মন্ত্রী গৌতম দেবের। দিদির কোপ এবার যে কোনও সময় নেমে আসতে পারে।

-----------------------------------

মহকুমা পরিষদ (৯)

বামফ্রন্ট (৬)- নকশালবাড়ি-মণিরাম। চম্পাসারি-পাথরঘাটা। মাটিগাড়া-আঠারোখাই। খড়িবাড়ি-বুড়াগঞ্জ। বিন্ন্যাবাড়ি-রানিগঞ্জ পানিশালি। হেটমুড়ি সিঙ্গিঝোরা-ঘোষপুকুর

তৃণমূল (৩)- বিধাননগর ১ ও ২, বাগডোগরা, গোঁসাইপুর, চটেরহাট-ফাঁসিদেওয়া-জালাস নিজামতারা

-------------------------------------------------

মাটিগাড়ার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি দখল করেছে বামেরা। ত্রিশঙ্কু হয়েছে মাটিগাড়া এক ও মাটিগাড়া দুই গ্রাম পঞ্চায়েত। একটিতে এগিয়ে রয়েছে বামেরা। বামেদের দখলে ফাঁসিদেওয়ার

ত্রিশঙ্কু হয়েছে মাটিগাড়া এক ও মাটিগাড়া দুই গ্রাম পঞ্চায়েত। একটিতে এগিয়ে রয়েছে বামেরা। বামেদের দখলে ফাঁসিদেওয়ার হেতমুড়ি সিংহিজোড়া গ্রাম পঞ্চায়েত ও নক্সালবাড়ি গ্রাম পঞ্চায়েত।

ফাঁসিদেওয়ার সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে জলাস নিজামতলা গ্রাম পঞ্চায়েত বামেদের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এখানে তৃণমূল জয়ী হয়েছে নটি আসনে, পাঁচটি আসনে জয়ী হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস জয়ী হয়েছে সাতটি আসনে।

জলাস নিজামতলার একটি আসনে ত্রিশঙ্কু।

খড়িবাড়িতে দ্বিতীয় রাউন্ড গণনার পর এগিয়ে রয়েছে বামেরা। চম্পাসারি ও পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতও জিতেছে বামেরা।  

আঠেরো ঘাই গ্রাম পঞ্চায়েতের ৩০টি আসনের মধ্যে দশটি ঘোষিত। এরমধ্যে ছটিতে জিতেছে বামেরা। খড়িবাড়িতেও জয় বামেদের।

 

.