লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের জন্য কয়েকদফা সুপারিশ করলেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের জন্য বেশ কয়েকটি সুপারিশ করলেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। এক্ষেত্রে ২০০৯-এর লোকসভা ও ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে রোল মডেল করেই এগোতে চায় নির্বাচন কমিশন। পাশাপাশি আগের নির্বাচনগুলিতে যেসব প্রশাসনিক আধিকারিক সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বদলির ক্ষেত্রেও সুপারিশ করেছেন বিনোদ জুতসি।রাজ্যে ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে রোল মডেল করে ২০১৪ সালে লোকসভা নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। বুধবার একথা জানালেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসি।

Updated By: Jan 23, 2014, 12:06 PM IST

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের জন্য বেশ কয়েকটি সুপারিশ করলেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। এক্ষেত্রে ২০০৯-এর লোকসভা ও ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে রোল মডেল করেই এগোতে চায় নির্বাচন কমিশন। পাশাপাশি আগের নির্বাচনগুলিতে যেসব প্রশাসনিক আধিকারিক সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বদলির ক্ষেত্রেও সুপারিশ করেছেন বিনোদ জুতসি।রাজ্যে ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে রোল মডেল করে ২০১৪ সালে লোকসভা নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। বুধবার একথা জানালেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসি।

পাশাপাশি ২০০৯-২০১১ সালে যেসব প্রশাসনিক আধিকারিক সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বদলির ক্ষেত্রেও সুপারিশ করেছেন উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। এছাড়াও ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আনতে প্রতিটি জেলায় হেল্পলাইন নম্বর চালু করছে কমিশন।

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ উঠেছিল। তা মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসনকে ঢেলে সাজানো হবে বলেও জানিয়েছেন বিনোদ জুতসি।

.