রেলের নিরাপত্তা নিয়ে পূর্ব রেলের জিএম-এর অভিযোগের তির রাজ্যের দিকে

রেলের নিরাপত্তা নিয়ে এবার যাবতীয় অভিযোগের তির রাজ্য সরকারের দিকে ঘোরালেন পূর্ব রেলের জিএম। নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিবকেও রেলের তরফে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হলেও গত কয়েকদিনের ঘটনাতেই স্পষ্ট, বদলায়নি ছবিটা। আর এনিয়েই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে রেল দফতরে।

Updated By: Jun 2, 2015, 04:19 PM IST
রেলের নিরাপত্তা নিয়ে পূর্ব রেলের জিএম-এর অভিযোগের তির রাজ্যের দিকে

ব্যুরো: রেলের নিরাপত্তা নিয়ে এবার যাবতীয় অভিযোগের তির রাজ্য সরকারের দিকে ঘোরালেন পূর্ব রেলের জিএম। নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিবকেও রেলের তরফে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হলেও গত কয়েকদিনের ঘটনাতেই স্পষ্ট, বদলায়নি ছবিটা। আর এনিয়েই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে রেল দফতরে।

কৃষ্ণনগর লোকালে বিস্ফোরণ, বজবজ লোকালে দুষ্কৃতী হামলা, বনগাঁ লোকালে ছিনতাই। একের পর এক ঘটনা। প্রশ্নে রেলের যাত্রী নিরাপত্তা। বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে কী করছে রেল কর্তৃপক্ষ? পূর্ব রেল কিন্তু বলছে ট্রেনে যাত্রী নিরাপত্তার দায় জিআরপি-র। যা রাজ্যের অধীন।

কৃষ্ণনগর লোকালে বিস্ফোরণের ঘটনার পরই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল রেল কর্তৃপক্ষ। নিরাপত্তা নিয়ে আশ্বাসও দিয়েছিল রাজ্য। কিন্তু, তারপরও বদলায়নি ছবিটা।

লাস্ট ট্রেনে নিরাপত্তারক্ষী দিয়েছে রেল। RPF অনেক বেশি তত্পর বলে দাবি কর্তৃপক্ষের। কিন্তু, রেলের প্রশ্ন রাজ্যের উদ্যোগ কোথায়?

 

.