'স্বপ্নে মায়ের আদেশ', কালী আরাধনায় মুসলিম গৃহবধূ

Updated By: Nov 10, 2015, 06:50 PM IST
'স্বপ্নে মায়ের আদেশ', কালী আরাধনায় মুসলিম গৃহবধূ

"এসেছি হেথায় তোমারি আজ্ঞায়,
আদেশ করিবা মাত্র যাবো চলিয়া।
পরমে পরম জানিয়া।
কাম, ক্রোধ, লোভ, মোহে ডরি না কভু।
আমি যে দাস অনুদাস, তুমি যে প্রভু।
কারণ-অকারণ তোমারই সৃজন,
আশ্চার্য হই না কভু ভীষন দেখিয়া
পরমে পরম জানিয়া।।
তুমি পাপ, তুমি পূণ্য, সকলই তোমারি দান।
আসন পাতিয়া আছো হে মহা মানব প্রাণ।"

"মায়ের আদেশ,পুজো করবে মেয়ে"। ঘটনাটা আজকের নয়। আজ থেকে প্রায় ৩০ বছর আগের। 'স্বপ্নে মায়ের আদেশ, আমার পুজো কর', মুসলিম গৃহবধূ শেফালির হাত ধরে মুসলিম প্রধান গ্রামে শুরু হয় মা কালীর পুজো। দেখতে দেখতে টানা তিন দশক। প্রথমে সমাজের অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সব বাধা কাটিয়ে কালী পুজো এখন মালদার কেন্দুয়া গ্রামের ঘরোয়া উৎসব। গ্রামের হিন্দু-মুসলিম সবাই সার্বজনীন রূপে বিশ্বজনীন মায়ের আরাধণা করেন।

সারা দেশ ব্যাপী যখন অসহিষ্ণুতার বাতাবরণে একটা সাম্প্রদায়িক রাহাজানির আশঙ্কায় গোটা দেশ তখন শেফালী বিবির এই নজির গোটা ভারতসহ সারা বিশ্বব্যাপী সাম্প্রতীক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ।

.