ঋণের দায়ে জোড়া আত্মহত্যা রাজ্যে

ঋণের দায়ে আত্মঘাতী হলেন রাজ্যের আরও এক কৃষক। কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন উত্তর দিনাজপুরের ভাগচাষি সমীরুদ্দিন আহমেদ। একইদিনে আত্মহত্যা করলেন বর্ধমানের কৃষক আজিজুল হকের স্ত্রী লুত্‍‍ফার বিবিও।

Updated By: May 27, 2012, 08:15 PM IST

ঋণের দায়ে আত্মঘাতী হলেন রাজ্যের আরও এক কৃষক। কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন উত্তর দিনাজপুরের ভাগচাষি সমীরুদ্দিন আহমেদ। একইদিনে আত্মহত্যা করলেন বর্ধমানের কৃষক আজিজুল হকের স্ত্রী লুত্‍‍ফার বিবিও।
ঋণ শোধ করতে না পারায় উত্তর দিনাজপুরের হেমতাবাদের সমসপুর গ্রামের ভাগচাষী সমীরুদ্দিন আহমেদ শনিবার রাতে কীটনাশক খান। তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। কৃষিকাজের পাশাপাশি একটি ক্ষুদ্র ব্যবসার কাজে মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন সমীরুদ্দিন। কিন্তু গত মরশুমে চাষের পাশাপাশি নিজের ব্যবসাতেও চূড়ান্ত ক্ষতির মুখে পড়েন তিনি। ফলে মহাজনের ঋণশোধ করতে পারছিলেন না। সেই অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন প্রতিবেশীরা।
 
অন্যদিকে পরিবারের ওপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকায় আত্মহত্যার ঘটনা ঘটল বর্ধমানের কাটোয়া থানার কড়ুই গ্রামে। মোটা টাকা কৃষি ঋণ নেওয়ার পর ফসল বিক্রি না হওয়া ক্ষতির মুখে পড়েন আজিজুল হক। পাহাড় প্রমাণ ঋণের বোঝার চাপ এসে পরে পরিবারে। সেই কারণে শনিবার বিকেলে গায়ে আগুন দেন আজিজুলের হকের স্ত্রী লুতফা বিবি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে লুতফা বিবিকে মৃত ঘোষণা করেন চিকিতসকেরা।

.