সিউড়ি হাসপাতালে নিখোঁজ ২২ জন রোগী
খোঁজ মিলছে না সিউড়ি জেলা সদর হাসপাতালের ভর্তি বাইশজন রোগীর। গতকাল গভীর রাতে হাসপাতালের কম্পিউটার রুমে আগুন লাগে। এর জেরে ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। সেই সময় বের করে আনা হয় হাসপাতালের সব রোগীকে। দমকলের তিনটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে।
ওয়েব ডেস্ক: খোঁজ মিলছে না সিউড়ি জেলা সদর হাসপাতালের ভর্তি বাইশজন রোগীর। গতকাল গভীর রাতে হাসপাতালের কম্পিউটার রুমে আগুন লাগে। এর জেরে ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। সেই সময় বের করে আনা হয় হাসপাতালের সব রোগীকে। দমকলের তিনটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর আজ সকালে রোগীদের ফিরিয়ে আনা হয় তাঁদের বেডে। পরে সকালে খাবার দেওয়ার সময় দেখা যায় তেত্রিশ জন রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলার দিকে ফিরে আসেন এগারো জন। তাঁরা জানিয়েছেন, আগুন লাগার সময় অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তাঁরা। এখনও পর্যন্ত খোঁজ নেই বাইশ জন রোগীর। এব্যাপারে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হাসপাতালের তরফে।