দক্ষিণ দিনাজপুরে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ডেঙ্গি

ডেঙ্গির প্রকোপ দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট শহরে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে এই রোগ। গত এক সপ্তাহে সরকারি মতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছয় হলেও, বেসরকারি মতে সংখ্যাটা পনের ছাড়িয়ে গেছে। ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ উঠছে।   ডেঙ্গি-আতঙ্কে ভুগছে বালুরঘাট। একের পর এক আক্রান্তের খোঁজ মিলছে। জ্বরে অসুস্থদের ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। গতবছরও জেলায় ডেঙ্গিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এবারও একই ছবি। অভিযোগ উঠছে জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে পুর পরিষেবা নিয়ে। জঞ্জাল পরিষ্কারের গাড়ি বা সাফাই কর্মী, নিয়মিত কারোরই দেখা মেলে না। দাবি স্থানীয়দের। মশার আতুরঘর হয়ে উঠেছে ড্রেনগুলি।  

Updated By: Sep 18, 2015, 09:18 PM IST
দক্ষিণ দিনাজপুরে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ডেঙ্গি

ব্যুরো: ডেঙ্গির প্রকোপ দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট শহরে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে এই রোগ। গত এক সপ্তাহে সরকারি মতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছয় হলেও, বেসরকারি মতে সংখ্যাটা পনের ছাড়িয়ে গেছে। ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ উঠছে।   ডেঙ্গি-আতঙ্কে ভুগছে বালুরঘাট। একের পর এক আক্রান্তের খোঁজ মিলছে। জ্বরে অসুস্থদের ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। গতবছরও জেলায় ডেঙ্গিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এবারও একই ছবি। অভিযোগ উঠছে জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে পুর পরিষেবা নিয়ে। জঞ্জাল পরিষ্কারের গাড়ি বা সাফাই কর্মী, নিয়মিত কারোরই দেখা মেলে না। দাবি স্থানীয়দের। মশার আতুরঘর হয়ে উঠেছে ড্রেনগুলি।  

শহরের শিবতলি, পাওয়ার হাউস, হাসপাতাল চত্বর, বাইশ, তেইশ এবং পচিশ নম্বর ওয়ার্ডে জ্বরের প্রকোপ বেশি। ডেঙ্গিতে আক্রান্ত খোদ CMOH-টুর মেয়ে। 
ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থতার কথা অবশ্য মানতে নারাজ স্বাস্থ্য দফতর। 

দ্রুত কোনও পদক্ষেপ না নিলে, জেলাজুড়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। আশঙ্কা বাসিন্দাদের। 

.