সুন্দরবনে উদ্ধার হরিণের মাংস, গ্রেফতার এক

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা থেকে উদ্ধার হল হরিণের মাংস। গতকাল রাতে ব্যাঘ্র প্রকল্পের শান্তিগাছিতে হরিণের মাংস নিয়ে যাচ্ছিল পাঁচজন। গ্রামবাসীদের নজরে পড়লে তাঁরা বিষয়টি ব্যাঘ্র প্রকল্পের কর্মীদের জানান। বনকর্মীরা এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। খোঁজ চলছে বাকিদের।

Updated By: Nov 6, 2015, 09:43 AM IST
সুন্দরবনে উদ্ধার হরিণের মাংস, গ্রেফতার এক

ওয়েব ডেস্ক: সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা থেকে উদ্ধার হল হরিণের মাংস। গতকাল রাতে ব্যাঘ্র প্রকল্পের শান্তিগাছিতে হরিণের মাংস নিয়ে যাচ্ছিল পাঁচজন। গ্রামবাসীদের নজরে পড়লে তাঁরা বিষয়টি ব্যাঘ্র প্রকল্পের কর্মীদের জানান। বনকর্মীরা এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। খোঁজ চলছে বাকিদের।

 কয়েকবছর আগে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় হরিণের সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন বন দফতর বাইরে থেকে হরিণ এনে ওই অঞ্চলে ছাড়ে। গ্রামবাসীদের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয় হরিণ সংরক্ষণ। এতে হরিণের সংখ্যাও বৃদ্ধি পায়। তবে এই ঘটনা ফের চিন্তার ভাঁজ ফেলেছে বনকর্মীদের কপালে।

.