ফের দুর্ঘটনা মন্দারমণিতে, সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু কলকাতার যুবকের

ফের দুর্ঘটনা মন্দারমণিতে। সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল কলকাতার এক যুবকের। তলিয়ে গেলেন তাঁর দুই বন্ধু। তথ্যপ্রযুক্তি কর্মীদের আটজনের একটি দল আজ মন্দারমণি বেড়াতে যায়। দুপুর আড়াইটেয় তাঁরা সমুদ্রে নামতে চান। তখন জোয়ার চলছিল।

Updated By: Sep 17, 2016, 11:43 PM IST
ফের দুর্ঘটনা মন্দারমণিতে, সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু কলকাতার যুবকের

ওয়েব ডেস্ক: ফের দুর্ঘটনা মন্দারমণিতে। সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল কলকাতার এক যুবকের। তলিয়ে গেলেন তাঁর দুই বন্ধু। তথ্যপ্রযুক্তি কর্মীদের আটজনের একটি দল আজ মন্দারমণি বেড়াতে যায়। দুপুর আড়াইটেয় তাঁরা সমুদ্রে নামতে চান। তখন জোয়ার চলছিল।

আরও পড়ুন- দিঘা, মন্দারমণি ও তাজপুরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের

মেঘলা আবহাওয়ায় সমুদ্র ছিল উত্তাল। সিভিক পুলিসরা জানিয়েছেন, তাঁরা বাধা দিলেও পর্যটকরা শুনতে চাননি। দলের সকলেই নাকি ছিলেন কমবেশি মদ্যপ। শুরুতেই তলিয়ে যান সল্টলেকের লোকেশ মেহরোত্রা ও তেঘরিয়ার বিনয় চৌধুরী। তারপর একটি বড় ঢেউয়ের ধাক্কায় পাথরের ওপর আছড়ে পড়েন নিউটাউনের বাসিন্দা সুমন্দ্র চৌধুরী। মাথায় আঘাত লেগে মৃত্যু হয় তাঁর।

.