এবার পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানু

ওড়িশা থেকে ক্রমেই এবার এই রাজ্যের উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানু। এর প্রভাবে আজ দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৩ জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

Updated By: May 21, 2016, 09:32 AM IST
এবার পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানু

ওয়েব ডেস্ক: ওড়িশা থেকে ক্রমেই এবার এই রাজ্যের উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানু। এর প্রভাবে আজ দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৩ জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। গতকাল রাত থেকেই কাঁথিতে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ভাল খবর নেই কলকাতার জন্যেও। সেখানেও লাগাতার বৃষ্টি চলবে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক হারে ক্ষয়ক্ষতির আশঙ্কা সুন্দরবনে। আজ রাতেই রোয়ানু আছড়ে পড়বে বাংলাদেশের কক্সবাজারে।

উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে আগেই জারি করা হয়েছে সতর্কতা। মতস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য মজুত রাখা হয়ছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী।

.