ফের এভারেস্ট শৃঙ্গে পা পড়ল বাঙালির
ফের এভারেস্ট শৃঙ্গে পা পড়ল বাঙালির। শৃঙ্গ জয় করলেন হাওড়ার মলয় মুখার্জি। আজ ভোর ৫টা ৪৮ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছে যান তিনি। হাওড়ারই পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের মৃত্যুতে যখন শোকের ছায়া জেলায়, তখনই এল মলয় মুখার্জির এই শৃঙ্গ জয়ের সুখবর।
ওয়েব ডেস্ক: ফের এভারেস্ট শৃঙ্গে পা পড়ল বাঙালির। শৃঙ্গ জয় করলেন হাওড়ার মলয় মুখার্জি। আজ ভোর ৫টা ৪৮ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছে যান তিনি। হাওড়ারই পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের মৃত্যুতে যখন শোকের ছায়া জেলায়, তখনই এল মলয় মুখার্জির এই শৃঙ্গ জয়ের সুখবর। গতবছরও এভারেস্ট জয়ের চেষ্টা করেন তিনি। তবে সেইসময় নেপালে প্রবল ভূমিকম্পের কারণে অসম্পূর্ণ থাকে অভিযান। ফিরে আসতে হয়। এবার আর তাঁকে খালি হাতে ফেরাল না বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ৭ এপ্রিল এভারেস্ট জয় অভিযানে রওনা হন হাওড়ার চ্যাটার্জিহাটের এই বাসিন্দা। মলয় মুখার্জির সঙ্গে ওই দলে ছিলেন আরও বেশ কয়েকজন বাঙালি।