সিপিআইএম নেতা খুনের ঘটনায় উত্তেজনা জঙ্গিপুরে

উপনির্বাচনের তিন দিন আগে জঙ্গিপুর কেন্দ্রের নবগ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হলেন সিপিআইএম নেতা। শনিবার রাত ৮টা নাগাদ সিপিআইএম নেতা হামিদ শেখকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। খুনের ঘটনায় কংগ্রেস জড়িত রয়েছে বলে অভিযোগ সিপিআইএমের প্রতিবাদে নবগ্রাম এলাকায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তাঁরা।

Updated By: Oct 7, 2012, 12:03 PM IST

উপনির্বাচনের তিন দিন আগে জঙ্গিপুর কেন্দ্রের নবগ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হলেন সিপিআইএম নেতা। শনিবার রাত ৮টা নাগাদ সিপিআইএম নেতা হামিদ শেখকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। খুনের ঘটনায় কংগ্রেস জড়িত রয়েছে বলে অভিযোগ সিপিআইএমের প্রতিবাদে নবগ্রাম এলাকায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তাঁরা।
শনিবার রাতে হামিদ শেখকে গুলি করে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে নিহত নেতা হামিদ শেখকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি স্পর্শকাতর হওয়া সত্বেও কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
এই ঘটনায় পুলিসি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে সিপিআইএম। উপনির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টির জন্যই হামিদ শেখকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাদের। খুনের ঘটনায় কংগ্রেস জড়িত বলে সিপিআইমের তরফে অভিযোগ জানানো হয়েছে।ঘটনার প্রতিবাদে রবিবারমুর্শিদাবাদ জেলাজুড়ে প্রতিবাদ সভা ও মিছিলের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে নবগ্রাম থানা এলাকায় বারো ঘণ্টার বনধের ডাক দিয়েছে সিপিআইএম।

.