হাওড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য

হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ এ কথা জানিয়েছেন। ওই তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জির। কংগ্রেসসের হয়ে  প্রতিদ্বন্দ্বিতা করবেন আইনজীবী সনাতন মুখোপাধ্যায়। তৃণমূল সাংসদ অম্বিকা ব্যানার্জীর প্রয়ানের ফলে হঠাৎই হাওড়া লোকসভা কেন্দ্রটি প্রার্থী শূন্য হয়ে পড়েছে। আগামী ২রা জুন ওই কেন্দ্রে নির্বাচন।

Updated By: May 7, 2013, 03:16 PM IST

হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্ট
মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান
বসু আজ এ কথা জানিয়েছেন। এই লোকসভা কেন্দে্রে উপনির্বাচনে কংগ্রেসও তাদের প্রার্থী ঘোষণা করল। কংগ্রেস প্রার্থী নির্বাচিত হয়েছেন আইনজীবী সনাতন
মুখোপাধ্যায়। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে প্রাক্তন ফুটবলার প্রসূন
ব্যানার্জির নাম আগেই ঘোষিত হয়েছে। তৃণমূল সাংসদ অম্বিকা ব্যানার্জীর প্রয়ানের ফলে হাওড়া
লোকসভা কেন্দ্রটি প্রার্থী শূন্য হয়ে পড়েছে। আগামী ২রা জুন ওই কেন্দ্রে
নির্বাচন।

এদিকে চিট ফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিতে আগামী নয় তারিখ দিল্লি যাচ্ছে বাম প্রতিনিধি দল। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত সহ অন্য বামনেতারা। দিল্লিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা।
চিটফান্ড-কাণ্ডের সিবিআই তদন্ত, পুলিসি হেফাজতে সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত সহ সাত দফা দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বামফ্রন্ট। কুড়ি থেকে ছাব্বিশে মে প্রচার চলবে জেলায় জেলায়। সাতাশ থেকে উনত্রিশে মে জেলায় কেন্দ্রীয় সরকারি দফতর ও জেলা প্রশাসনের দফতরে চলবে অবস্থান বিক্ষোভ। একতিরিশে মে কলকাতা সহ বিভিন্ন জেলায় এই সমস্ত দাবিতে আইন-অমান্য করবে জেলা বামফ্রন্ট। আজ এ কথা জানিয়েছেন বিমান বসু।
 

.