আদালতের রায়: দার্জিলিঙে জনজীবন স্বাভাবিক করতে ব্যর্থ রাজ্য
পাহাড়ে বনধ নিয়ে হাই কোর্টে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। আদালতের মন্তব্য, দার্জিলিঙে জনজীবন স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। পাহাড়ে অত্যাবশ্যকীয় পরিষেবা স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাহাড়ে বনধ নিয়ে হাই কোর্টে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। আদালতের মন্তব্য, দার্জিলিঙে জনজীবন স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। পাহাড়ে অত্যাবশ্যকীয় পরিষেবা স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাহাড়ে বনধ নিয়ে হাই কোর্টে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। আদালতের মন্তব্য, দার্জিলিঙে জনজীবন স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। পাহাড়ে অত্যাবশ্যকীয় পরিষেবা স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাহাড়ে বনধ নিয়ে হাই কোর্টে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। আদালতের মন্তব্য, দার্জিলিঙে জনজীবন স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। পাহাড়ে অত্যাবশ্যকীয় পরিষেবা স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গোর্খা জনমুক্তি মোর্চার বনধে অচল পাহাড়ের জনজীবন। স্কুল কলেজ থেকে সরকারি অফিস সবকিছুই বন্ধ প্রতিকারের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। বুধবার মামলার শুনানিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগল হাইকোর্ট। জনজীবন স্বাভাবিক না থাকার জন্য সরকারকেই দায়ী করেছে আদালত।
হাইকোর্টের নির্দেশ, জনজীবন স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিক সরকার। চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি বনধ নিয়ে হাইকোর্টের নির্দেশ মানতে বলা হয়েছে রাজ্যকে।
নির্দেশে বলা হয়েছে
জোর করে, ভয় দেখিয়ে বনধ করা যাবে না।
সচল রাখতে হবে পরিবহণ।
বাস ও ট্রেন চলাচলে বাধা এলে ব্যবস্থা নিতে হবে সরকারকে।
জল, দুধ, টেলিফোন পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।
হাসপাতাল পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে।
হিংসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাখতে হবে পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা।
পুলিস কন্ট্রোল রুমের মাধ্যমে চটজলদি ব্যবস্থা নিতে হবে।
পাহাড়ে জনজীবন স্বাভাবিক রাখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে। সাত দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।