নেতাইকাণ্ডে অনুজ পাণ্ডেকে চার দিনের জেলের নির্দেশ আদালতের

নেতাইকাণ্ডে ধৃত অনুজ পাণ্ডের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। গতকাল ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় নেতাইকাণ্ডে অন্যতম অভিযুক্ত এই সিপিআইএম নেতাকে। যদিও এদিন আদালতে ১৫ দিনের হেফাজত চেয়ে আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী।

Updated By: May 8, 2014, 03:56 PM IST

নেতাইকাণ্ডে ধৃত অনুজ পাণ্ডের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। গতকাল ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় নেতাইকাণ্ডে অন্যতম অভিযুক্ত এই সিপিআইএম নেতাকে। যদিও এদিন আদালতে ১৫ দিনের হেফাজত চেয়ে আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী।

অন্যদিকে, নেতাইকাণ্ডে ধৃত ডালিম পাণ্ডেসহ পাঁচ অভিযুক্তকে সিবিআই হেফাজতে নেওয়ার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার এই মামলার রায়দান আপাতত স্থগিত রেখেছেন। এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।

প্রসঙ্গত, গতকাল ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় নেতাইকাণ্ডে অভিযুক্ত সিপিআইএম নেতা অনুজ পাণ্ডেকে। এর আগে ২৮ মার্চ গ্রেফতার করা হয়েছিল ডালিম পাণ্ডে সহ নেতাই কাণ্ডের পাঁচ অভিযুক্তকে। এই মামলায় দুই অভিযুক্ত ফুল্লরা মণ্ডল এবং চণ্ডী করণের এখনও খোঁজ মেলেনি।

.