শতাধিক ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের
শতাধিক ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহার বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। এই ঘটনায় দীপালি সাহা সহ মোট কুড়িজনের বিরুদ্ধে সোনামুখী থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত বিধায়কের দশজন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিস।
শতাধিক ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহার বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। এই ঘটনায় দীপালি সাহা সহ মোট কুড়িজনের বিরুদ্ধে সোনামুখী থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত বিধায়কের দশজন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিস।
চতুর্থ দফার ভোটে বুধবার সকাল থেকেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একাধিক বুথে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ করেছিলেন বিরোধীরা। বিকেলের দিকে এই কেন্দ্রের অন্তর্গত সোনামুখীর সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে হাজির হন বিধায়ক দীপালি সাহা। অভিযোগ, বুথে ঢুকে সঙ্গীদের ছাপ্পা ভোট দিতে নির্দেশ দেন তিনি। দীপালি সাহা নিজেও শতাধিক ছাপ্পা ভোট দিয়েছেন বলে কমিশনে লিখিত অভিযোগ জানায় সিপিআইএম। সেই অভিযোগের ভিত্তিতেই বাঁকুড়া জেলা প্রশাসনকে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই নির্দেশের পরেই সোনামুখী থানায় দীপালি সাহা সহ মোট কুড়ি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বুথের প্রিসাইডিং অফিসার সুখেন্দু রজক। রাতে দীপালি সাহার দশজন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিস। যদিও তৃণমূল বিধায়ক দীপালি সাহা এখনও অধরা।