নকল সোনা বন্ধক রেখে জালিয়াতি সাঁতরাগাছির কোঅপারেটিভ ব্যাঙ্কে
নকল সোনা বন্ধক রেখে কয়েক কোটি টাকা ঋণ নেওয়ার অভিনব জালিয়াতি চলছিল সাঁতরাগাছি কো অপারেটিভ ব্যাঙ্কে। জালিয়াতি চক্রটি চালাচ্ছিলেন ব্যাঙ্কেরই কয়েক জন কর্মী।
সাঁতরাগাছি: নকল সোনা বন্ধক রেখে কয়েক কোটি টাকা ঋণ নেওয়ার অভিনব জালিয়াতি চলছিল সাঁতরাগাছি কো অপারেটিভ ব্যাঙ্কে। জালিয়াতি চক্রটি চালাচ্ছিলেন ব্যাঙ্কেরই কয়েক জন কর্মী।
স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দিয়ে ঋণের আবেদন করাতেন অভিযুক্তরা। ব্যাঙ্কের কর্মী অরুণ আশ ও কিশোর পাঠককে গ্রেফতার করেছে পুলিস।সর্ষের মধ্যেই যে ভূত রয়েছে তা বুঝতেই পারেননি হাওড়ার সাঁতরাগাছি কো অপরারেটিভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নকল সোনার বদলে গোল্ড লোন দেওয়ার কারবার দিব্বি চলছিল ওই ব্যাঙ্কে। এমনকি সোনা পরীক্ষা করার কাজে যুক্ত কর্মীও জড়িত ছিলেন জালিয়াতিতে। সামান্য টাকার বিনিময়ে স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দিয়ে ঋণের আবেদন করাতেন ওই কর্মীরা।
ধৃত কর্মী কিশোর পাঠকের দাবি, ব্যাঙ্কের কয়েকজন কর্তাও না যুক্ত রয়েছেন জালিয়াতিতে।
অন্যদিকে জালিয়াতির খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো বিপাকে পড়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। টাকা তুলতে ব্যাঙ্কে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়।